কবিতাঃ- জয় আইনের জয় ষই হোক
✍️ মনোজ ভৌমিক
চোখ দু'টিকে বিস্ফারিয়ে
দেখছো কেনো প্রদেশী লোক?
এবার তোমায় বলতে হবে,
জয় আইনের..জয়ই হোক!
প্রদেশ তোমায় বুঝিয়ে দিলো
দাপটটা ভাই কাকে বলে!
আইন কানুন ধর্মাবতার
ওরই তলায় কথা বলে!!
জনরোশের মাথা মুড়িয়ে
অনুদানেই সবাই শেষ!
হে বিচারক, আপনিও কি
ওই পন্থার অংশ বিশেষ!!
প্রশ্ন এখন আমজনতার,
ধর্মাবতার কী কন্যা বিহীন?
নিজের গায়ে লাগলে আঁচড়
দিতেন কী রায় এমনটি হীন??
খুনী ধর্ষক থাক জেলেতে
আইন দিলো জীবন ঋণ!
ব কলমে ভাবছি সবাই
দাপটের কাছে বিচার দীন!!
ওগো মেয়েদের মা ও বাবা,
মিথ্যে কেনো বিচার চাওয়া?
সিস্টেম আজ বদলে গেছে
বড় বিষাক্ত আবহাওয়া!
রাজার দাপট সব যুগেতেই
তদন্ত বিচারে প্রহসন!
ধর্ষণ আর শীলতাহানীর
রেট বেঁধেছে প্রশাসন!!
শোনে রে ভাই মেয়ের বাবা
মেয়ে যদি হয় ধর্ষ লাশ,
মুআবজা পাবে বড় রকম
শাসকী আইন করবে পাশ!
রাত ঘেরাও, দিন দখল,
বাতি মিছিল নিষ্প্রয়োজন,
ভোট ব্যাংকের রাজনীতিতে
রেহাই পায় খুনীর জীবন!
হে বিচারক, দেখলো বিচার,
আমজনতার অশ্রু চোখ,
বলছে সবাই বুক চাপড়ে,
জয় আইনের... জয়ই হোক।