কবিতাঃ-জ্বালাও আলো...
✍️ মনোজ ভৌমিক
দীপ জ্বলো, আরো দীপ জ্বালো,জ্বালো অজস্র প্রদীপ।
অমানিশার কঠিন অন্ধারে ডুবছে পৃথিবীর সমূহ মহাদ্বীপ!
বীরত্বের সার্টিফিকেটে যদি হয় হিংস্র পশুর উপাধি,
শ্রেষ্ঠ জীব বড়ই খুশি হয়,অর্জিত মহান ওই পদবী!
ধরিত্রীর আর্তনাদ শুনি প্রতিদিন প্রতিক্ষণ!
মহা সমুদ্রের বুক ভাঙার অশান্ত গর্জন !!
হায় রে মহারণ্য তুই কারে কারে দিবি বল ধিক্?
নীলাদ্রি বিষাক্ত,পাহাড়ের উচ্চতা মাপা নয় ঠিক।
উন্মুক্ত বায়ুতে আজ শুধু বারুদের গন্ধ!
মনুষ্যত্বহীন মানবতা সময়েতে অন্ধ!!
আজ এ দীপান্বিতায় জ্বালাও আলো...
ধুয়ে মুছে যাক এ পৃথিবীর নৃশংসতার কালো...