কবিতাঃ- জ্বালাও আগুন
✍️ মনোজ ভৌমিক

জ্বলুক আগুন
ছুঁক না আকাশ
ভাবনা সবার
শুদ্ধতার আশ!

যতই জ্বালাও
মণ মণ কাঠ,
প্রবৃত্তি জ্বলে কি!
খুঁজে দেখো মাঠ।

জ্বলেছে শুধুই
অদৃশ্য বাতাস
কচি তৃণমূল
করে হাহুতাশ!

শতাব্দীর পর
যুগও হারাবে
ঐ অসুরী বৃত্তি
এখানেই রবে।

জ্বলে না হোলিকা
প্রহ্লাদই জ্বলে,
ঐ অশুভ শক্তি
জ্বলে কোন কালে!

নিজের বিচার
করেছ কখনো?
মনের ভিতরে
আগুন নেভানো।

জ্বালাও আগুন
শরীর ও মনে,
শুদ্ধাশুদ্ধির
বিচার ওখানে।