কবিতাঃ- যন্ত্রণাময় কবিতা
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ-২৫/১০/২০২২

যন্ত্রণা চিবোতে চিবোতে হেঁটে চলেছে ক্লান্ত একাত্তর,
বিভ্রান্ত সময়ের মুখে আজও নেই কোনো সঠিক উত্তর।
জন্মটাই যেন মৃত্যু যুদ্ধের নামান্তর,
অমূল্য শৈশবে আঁকড়ে ছিল মন্বন্তর!
মারি আর মড়কের দুর্বিষহ আঘাতে পর্যুদস্ত উদ্ভ্রান্ত কৈশোর!
হতাশাগ্রস্ত তারুণ্য নীরব অভিমানে কাটিয়েছে বিনিদ্র প্রহর।

আন্তরিকতাহীন যৌবন ছিল ঠুনকো ভালোবাসার নামান্তর,
স্বার্থপর সম্পর্কের মায়াজাল দেখিয়েছে,কে আপন?কে পর??
যৌবনের শেষ অধ্যায়ে হিসেব আজ বড় অবান্তর,
সম্পর্ক,দেশ,জাতি,ধর্ম সবই যেন বিভ্রান্তিকর।
মানবতা,নৈতিকতা,সময়ের গুপ্ত গহ্বরে বেঁধেছে আপন ঘর,
আমিত্বের লড়াইয়ে ব্যস্ত সারা ব্রহ্মাণ্ড যেন আজ বিশ্ব যুদ্ধের খেলাঘর!

যুদ্ধ-মন্বন্তর-মড়ক-ভূমিকম্প-সুনামি-মহামারী মাড়িয়ে এগিয়ে চলেছে নিরন্তর,
বিমর্ষ,বিপন্ন একাত্তর আজ কলমে মানবিক প্রশ্ন তোলে, কিন্তু হায় না কোনো প্রত্যুত্তর।
যুগ যন্ত্রণা বুকে নিয়ে হাঁটছে অশান্ত মুসাফির,
আটচল্লিশের প্রতিশ্রুতিবদ্ধরা আজ মূক ও বধির!
হেমন্তের শিশির,বুকের শুষ্ক ঘাস ছুঁয়ে খুঁজছে সেঁদো গন্ধ মা ও মাটির,
কবিতা,শব্দ অক্ষরদের হাতড়াতে হাতড়াতে আবছা চোখে দেখে অবক্ষয়ী তসবীর।