কবিতাঃ- জানো অনুপমা
✍️ মনোজ ভৌমিক
জানো অনুপমা,
এখন আর ব্যাঙের কড়্ কড়্ ডাকেও বৃষ্টি নামে না!
রাত আকাশে চাঁদের চারিদিকে দূর আলোক বৃত্ত দেখলেও
বৃষ্টির পূর্বাভাস মেলে না!!
কিন্তু, ছোটবেলায় দাঠাকুর রাস্তায় হাঁটার সময়
জলাশয়ে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক শুনিয়ে বলতেন,
জানিস সোন্টো এবার বৃষ্টি নামবে।
সন্ধ্যা হতে না হতেই অঝোর ধারায় বৃষ্টি নামতো....
কোনো কোনো দিন জৈষ্ঠ শেষের রাত আকাশের
চাঁদের দূরগামী আলোকবর্তিকা দেখে বলতেন,
জানিস সোন্টো,বৃষ্টি আসন্ন।
পরদিন সকালেই মুষল ধারে বৃষ্টি!
সত্যি কথা বলতে দূষণের দুরন্ত প্রতাপে
নিউক্লিয় ব্যোমের বিছানায় শুয়ে
এখন আবহাওয়া দপ্তরের নির্ণায়ক যন্ত্রগুলিও
কেমন যেন বিকল হয়ে পড়ছে!
এখন ধর্মপ্রাণ মানুষেরাও আর গান গায় না,
" আয় বৃষ্টি ঝেঁপে,ধান দেবো মেপে। "
কিংবা " আল্লা মেঘ দে, পানি দে.... "
এখন যেন ওই বৃষ্টি মেঘও কেমন যেন উন্মনা!
ওর মন হলে ও বৃষ্টি হয়ে আসে
নচেৎ ওই আকাশের বুকে হেসে হেসে ভাসে।
সত্যি কথা বলতে অনুপমা,
পৃথিবীর তিন ভাগ জল থেকেও
আজও আমরা কেবল আকাশ জলের প্রত্যাশী!
চাঁদ,মঙ্গলে জীবনের অস্তিত্ব খুঁজতে পাড়ি দেওয়া যেন মনে হয় আগ্রাসন।
টেকনলজি শুধু কি যুদ্ধাস্ত্র তৈরিতেই ব্যস্ত!!