কবিতাঃ- জামাইষষ্ঠী
✍️ মনোজ ভৌমিক
ষষ্ঠীর মধ্যে আর এক ষষ্ঠী
জামাইষষ্ঠী নাম,
বাংলা জুড়ে চলছে তার
ভীষণ ধুমধাম।
বছর দুয়েক বিষাদে গেছে
এবার তো তা নাই,
জামাই ব্যাটা বড়ই খুশি
ভুরিভোজ হবে ভাই!
জামাই আসে শ্বশুর বাড়ি
শাশুড়ী বাজান শাঁখ,
ধান-দূর্বা দিয়ে মাথায়
বলেন, বেঁচে থাক।
শ্বশুর মশাই খোঁজেন টাকা
ব্যাঙ্কে ব্যালেন্স কম,
পায়ে হেঁটে বাজারে গেলেন
শরীরে নেই সে দম।
ফলের বাজারে জ্বলে আগুন
খোঁজেন ভালো আম,
মাছ মাংস কিনতে গিয়ে
মুখটি কলো জাম!
মন্ডা মিঠাই কেনার পরে
টাঁকেতে বোলান হাত,
এবার বুঝি প্রাণটা যাবে
শরীর দেবেনা সাথ!
তবুও শ্বশুর হাঁফ টেনে যায়
মেয়ের সুখের তরে,
সব জামাই তো 'রাজা' নয়
শ্বশুরের হাত ধরে।
জামাইষষ্ঠী শুধুই কেন?
মেয়ে-ষষ্ঠী হবে কবে??
পরিবর্তন হচ্ছে কতই
ওটা কেন বাকি রবে?