কবিতাঃ- জল্পনা কল্পনা
✍️ মনোজ ভৌমিক

চারিদিকে বাজছে মাদল
বাজছে কাঁশার ঘন্টা,
উথালপাতাল হচ্ছে তাই
আমজনতার মনটা।

কেউবা আজও প্রতীক্ষাতে
কাটবে দুখের দিন,
চাপড়ে কপাল কেউবা বলে
বাড়বে মাথায় ঋণ।

মোড়ের মাথা, চা'র দোকানে
শত জল্পনা কল্পনা!
বিড়ির ধোঁয়া,পান পড়েকি,
আহ্লাদে আটখানা!!

ফিসফিসিয়ে বলছে কেউ
চায়না হবেই দেশ,
গণতন্ত্রের মুড়িয়ে মাথা
রাজতন্ত্রের আবেশ!

কারুর আবার পাল্টা জবাব,
মুড়িয়ে নাও হে কেশ,
দেখে নিও এই বিশ্ব জুড়ে
রাজার ঘোড়ার রেশ।

তর্ক যখন আসমানেতে
চিৎকারে নিধিরাম,
তুমি আমি সেই মহাজন
আগেও এই ছিলাম।

ওলটপালট সিংহাসনে
চিরায়ত গোলাম।
দিনের শেষে হিসেব কষি
কী হারিয়ে কি পেলাম!