কবিতাঃ- জাগরে মানুষ জাগ
✍️ মনোজ ভৌমিক

সবুজ নয়! সবুজ নয়!!
অবুঝ সবার মন,
তাই তো আজ এ বিশ্ব জুড়ে
উন্মাদ উষ্ণায়ণ।

সন্তুষ্টি নেই কারুর মনে
চাহিদা অনেক বেশি,
সজীবতার ভাবনা তাই
সবার কাছেই বাসি।

অবাধ নিয়মে কেটে বন
গড়ে চলি শিল্পায়ণ,
পরিবর্তিত আবহাওয়ায়
অতিষ্ঠ এই জীবন।

ধ্বংস যজ্ঞে আমরা সবাই
খেলছি নানান খেলা,
রসায়ন ও বারুদ ছাড়া
বিষাণুতে কাটে বেলা!

বিশ্বমঞ্চে দেখছি শুধুই
শত মিথ্যে প্রবচন,
গোপনে খেলে কপট পাশা
নাম তার আগ্রাসন।

প্রজন্মকে বাঁচাতে হবে,
জাগরে মানুষ জাগ,
বৃক্ষরোপন পন্থাটা নাও
হৃদয়ে মল্লার রাগ।