কবিতাঃ- জাগো বাংলা জাগো রে
✍️ মনোজ ভৌমিক

বছর দুই বিষাদে থেকে
দুয়ারে এলো বৈশাখ!
সেই খুশিতে সবাই নাচে
শোরগোল হাঁকডাক!!

আম-জাম আর কাঁঠাল শাখে
ডাকছে ভোরের পাখি,
দূর্বা ঘাসের চোখের জল
দিলো বুঝি আজ ফাঁকি!

চাষির মনে ভীষণ খুশি
ভরবে গোলায় ধান,
যেমন খুশি তেমন সেজে
গাইবে শিবের গান।

গ্রাম,গঞ্জ,শহর,নগরে
রঙ বে-রঙের সাজ!
আনন্দ যেন বাঁধ ভেঙেছে
ভুলছে সবাই কাজ!

ধর্ম বিভেদ জাতপাত ভুলে
সবার মুখেই হাসি,
বলছে সবাই এক স্বরে
নতুনেরে ভালোবাসি।

কাক ভোরেতে খোকা ও খুকু
ডাক দেয় জোর শোরে,
এলো আজ পয়লা বৈশাখ
জাগো বাংলা, জাগো রে...