কবিতাঃ- জাগাও মানব
✍️ মনোজ ভৌমিক
মতাদর্শ ভিন্ন নয় ভাবনা মহান,
মানব কল্যাণে থাকে সর্বদাই জ্ঞান।
মানুষে মানুষে ভেদ মানে না অন্তর,
তাদের প্রণাম করি শ্রদ্ধা নিরন্তর।
নির্মোহ সন্ন্যাসী ওরা চির মানবিক,
জীবের মঙ্গল কর্মে ঘোরে সর্বদিক।
চায়নি পারিশ্রমিক কিংবা নৈবেদ্য,
শুধুই বাজিয়েছেন মানবিক বাদ্য।
যন্ত্রণায় নিমজ্জিত যারা সর্বহারা,
তাদের স্মরণে নেন সেবক যে ওরা!
সময়ের দরবারে ওরা দেবদূত,
ঈশ্বরের প্রতিচ্ছবি ভাবনা অযুত।
এসো মানব দীপক, হে মহানুভব,
বিবেক জাগ্রত করে জাগাও মানব।