কবিতাঃ- জাগরে বাঙালি জাগ
✍️ মনোজ ভৌমিক
যে ভাষা এসেছে রক্তের বিনিময়ে,
সে ভাষা কি আজ প্রজন্মকে আছে ছুঁয়ে!
একুশ এলেই জাগে শহীদের গান,
মায়ের ভাষা কি পেয়েছে সেই সম্মান!!
বর্ণপরিচয়ে শব্দগুলো বড্ড বেশি বোকা,
ইংরেজিতে রাইম পড়ছে ঐ ছোট্টো খোকা!
ভীষণ জটিল দ্বিতীয় ভাগের শব্দ,
ঐ ধর্ম যে আজও উর্দু প্রেমেই জব্দ!!
হায় শফিউল! ওরে বরকত রফিক,
জব্বার,সালাম,কোন স্বাধীনতা পথিক?
আজ শহীদ বেদীতে বাহান্ন কান্না শুনি,
ম্লান হয়েছে কি সময়ের পদধ্বনি!
দীপ্ত কন্ঠের হারিয়েছে সেই পুকার!
'জাগরে দামাল' আহ্বান যার একার।
চুরুলিয়া থেকে ওই সূর্য চট্টগ্রাম,
অগ্নিবীণায় বেজেছিল একটি নাম।
সবুজ আঁচলে ঘাসফুল বাঁচে দেখি!
চল না আবার বাংলাটা আজ শিখি।
বড়ই মধুর মিষ্টি মায়ের এ ভাষা,
এ ভাষায় মেটে মনের সকল আশা।
কেঁদে উঠবে না আর ওই বৃদ্ধাশ্রম,
মা'র মমতায় আজো আছে সেই দম।
রবীন্দ্র এ মুখে, নজরুল আছে বুকে,
জীবনানন্দও হাঁটবে মনের সুখে।
সময় এসেছে জাগরে বাঙালি জাগ,
মনেতে জাগুক একুশের রক্তরাগ।