কবিতাঃ- ঈশ্বর ও বিজ্ঞান
✍️ মনোজ ভৌমিক
ঈশ্বর এক অদ্ভুত সত্ত্বা,
আকারে নিরাকারে জাগে আস্থা।
বিজ্ঞানও যুক্তিতে ভাস্বর,
আস্থা একান্তে খোঁজে ঈশ্বর।
ভক্তিতে আত্মাও পরমাত্মা,
যেখানে নিষ্ক্রিয় বুদ্ধিমত্তা।
চিরায়ত এ যোগ সাধনা,
অসীম শক্তির উপাসনা।
প্রশ্ন ওঠে ঈশ্বরে বিজ্ঞান?
না বিজ্ঞান ঈশ্বরে মহান??
বার্তা আসে, আত্মা অবিনশ্বর,
বিজ্ঞান কণায় খোঁজে ঈশ্বর!
আস্থা ও ঈশ্বর যেন একাকার!
প্রযুক্তিতেই বিজ্ঞান সাকার।