কবিতাঃ- ইচ্ছে তো হয়
✍️ মনোজ ভৌমিক
ইচ্ছে তো হয় নীল যমুনায়
আবার সাঁতার কাটি,
তোমায় নিয়ে সাগর বুকে
বিছোই শীতলপাটি।
থাকতো যদি আমার কাছে
দাগামার সেই শীপ,
ভাসতে ভাসতে নিতেম ছুঁয়ে
আগন্তুক এক দ্বীপ।
জলপরী খেলতো তোমার
কোমল হৃদয় নিয়ে,
ডাকতে তুমি আদর দিয়ে
কাছে এসোনা প্রিয়ে।
আমি তখন সবুজ হয়ে
তোমার মনের দোরে,
অবেলার গান উঠতে গেয়ে
আবার নতুন সুরে।