কবিতাঃ- ইচ্ছে করে
✍️ মনোজ ভৌমিক
আজকে ভীষণ ইচ্ছে করে
মুক্ত হাওয়ায় শ্বাস নিতে,
ক্লান্তি গুলি সব ঝেড়ে ফেলে
ছোট্ট বেলায় ফিরে যেতে।
সময়টা যে বদলে গেছে
হাওয়ায় দেখি ছড়ায় বিষ,
ভাঙা আয়নায় দেখি মুখ
দিন দুবেলা অহর্নিশ!
হারিয়ে গেছে সকল সুখ
ফুরিয়ে গেছে সেই খুশি,
চাওয়া পাওয়ার দ্বন্দ্বে আজ
দুলছি সবাই খুব বেশি!
ভুলেই গেছি আপন পর
আর সম্পর্কের রসটাকে,
আমার আমার করে শুধু
গোছাই নিজের আখেরকে।
ওদের মত বাঁচতে যে চাই
আজ খেলা ধুলা আর গানে,
অনেক হলো হিসেব কষা
শূন্য ফল এই শেষ দিনে।