কবিতাঃ-হৃদয় বিচার
✍️ মনোজ ভৌমিক
বিচার করি দিন প্রতিদিন
কে আপন আর কেবা পর?
মস্তিষ্কের বিচার দিয়েই
আজ ভাঙছি আপন ঘর।
মস্তিষ্ক দিয়ে করলে বিচার
কেউ হয় কি বলো আপন?
হৃদয় যদি বিচারে আসে
আপন খুঁজে পাবে তখন।
'হৃদয়' শব্দের অর্থ গভীর
উপনিষদ খুঁজতে শেখো,
মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অঙ্গ
জীব বিজ্ঞানটা পড়ে দেখো।
আজ স্বার্থের এই দুনিয়ায়
দেখি বিকৃত মানসিকতা,
মস্তিষ্ক ও হৃদয় বিচার
যেন সময়ের উপকথা।
হৃদয় বিচার শ্রেষ্ঠ বিচার
মনের মানুষ যায় চেনা,
দূরের মানুষ আপন হয়
অন্তর যদি হয় সোনা।
আপন পর বিচার করা
এত সহজ কর্ম নয়,
হৃদয় হীনা বোঝে কি কভু
ভালোবাসা কারে কয়!