কবিতাঃ- হও আত্মপ্রত্যয়ী
✍️ মনোজ ভৌমিক
ঐ রুদ্ধ ব্যালকনি ছুঁয়ে কেন দাঁড়িয়ে আছো অনুপমা?
এখনো অশান্ত হৃদয়ে যৌবন অসুখ রয়েছে কি জমা??
অপরাহ্ন ছুঁয়ে গেছে তোমার ওই বিলাসী দেহখানি,
তবুও ও মনে কি আজও চাতকী তৃষ্ণা অভিমানী!
সূর্যাস্তের রঙে কেন রাঙিয়েছো তোমার ক্লান্ত দু'টি ঠোঁট!
কেন ঐ মায়াবী চোখে দেখি বিষাক্ত আঁধারের চোট!!
গোধূলির রং ছুঁয়ে ও হৃদয়ে জাগে কেন ফল্গু নদী?
জাহানারার মত কেন বিনিদ্র রাত জাগো নিরবধি??
অনুপমা,ওভাবে নিজকে আর তুমি হারিয়ে যেতে দিও না,
দেখো,ব্যালকনি বাতাসে আজও বিষাণুর আনাগোনা!
নগ্ন সভ্যতার বেদীমূলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত বারুদ!
প্রত্যাশা নিয়ে বেঁচো না অনুপমা,অস্তিত্বের ডঙ্কা বাজাও খুদ।
ভেঙে ফেলো ঐ রুদ্ধ ব্যালকনি,ভাঙো বন্ধ মনের দুয়ার,
তুমি তো অনুপমা,এখনো সময় আছে এগিয়ে যাওয়ার...