কবিতাঃ- হবে ঋণ শোধ
✍️ মনোজ ভৌমিক

এখনও কি রোদ খোঁজে ঐ পেলব শরীর!
দখিনা ব্যালকোনি কি হয়ে ওঠে অস্থির!!
ধূর্ত কফির কাপে ধোঁয়া ওঠে অবিরত!
শীত কি জড়িয়ে ধরে ঠিক আগের মত!!

হেমন্তে ঝরেনি বুঝি শুকনো পাতাগুলি!
এখনো সতেজ নাকি ও মনের অলিগলি!!
ধোঁয়াশা কুয়াশা মাখে কি ওই দুটি চোখ!
কিশলয় ভুলিয়ে দেয় কি সে সকল শোক!!

ইজিচেয়ার দুলে দুলে শোনায় কি সেই রাগিণী!
তাহলে তো তুমি আজও এই সময়ের রাণী!!
মেখে নাও,মেখে নাও যত খুশি ওই শীত রোদ...
শেষ বসন্ত প্রতীক্ষায় আছে... হবে ঋণ শোধ।