কবিতাঃ- হে মানব দেবতা
✍️ মনোজ ভৌমিক
হাজার প্রশ্ন জাগে
সমাহিত ঈশ্বর কণায়,
সবাই খুঁজছে তারে
কত না ধর্ম বিড়ম্বনায়!
আমি তো তোমাকে দেখি
চির অম্লান মানব ঈশ্বর,
সুদর্শন দিব্যজ্যোতি
মনবতায় সদা ভাস্বর।
ধর্মের নিগূঢ় তত্ত্ব
শুনিয়েছো বিশ্ব দরবারে,
'জীব সেবা শিব সেবা'
এই ধর্ম বোঝালে সবারে।
তবুও মানুষ আজ
আগ্রাসী ধর্ম উন্মাদনায়!
মানবতা ছিন্নমূল
ধর্ম আজ জাতকে চেনায়!!
বিবেক জাগ্রত হোক
চেতনায় চৈতন্য আসুক,
হে মানব দেবতা,
সারা বিশ্ব তোমাতে ভাসুক।