কবিতাঃ- হে গজানন
✍️ মনোজ ভৌমিক
ভাদ্রের শুক্লা চতুর্থী মহা শুভক্ষণ,
কৈলাসে জন্ম নিলেন পার্বতী নন্দন।
শিব প্রিয় পুত্র দেব নাম গজানন,
সদাই গুণকীর্তনে রত দেবগণ।
আদি ঋষি দেব যিনি জ্ঞানেতে মহান,
ঋদ্ধি সিদ্ধি পত্নী যার করেন সম্মান।
কন্ঠে সারদা নিবাস দেব সুদর্শন,
মহাগ্রন্থ মহাকাব্যে যাহার লিখন।
সর্ব কর্ম অগ্রে পূজি তোমার চরণ,
তব আশীর্বাদ যেন থাকে আমরণ।
ধরণীর চতুর্দিকে সময় কঠিন,
হিংসা-দ্বেষ ও দ্বন্দ্বে সর্বজন লীন।
তোমার আহ্বানে ব্রতী আজ ভক্তগণ,
অদ্ভুত শক্তির দ্বারা করহ দমন।