কবিতাঃ- হে দেশনায়ক
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ২৩/০১/২০২৩
ক্যালেন্ডারটা দুলছে দেওয়াল জুড়ে,
মাসের ঘরে দিনটিতে দেখি তুমি!
ভাবতে আজ লাগছে ভীষণ অবাক,
কোন কারণে তুমি হলে গুমনামী!!
আজ,একটা প্রশ্ন শুধুই মনেতে জাগে,
নিজকে লুকিয়ে বোঝাতে চাইলে কি?
ব্রিটিশ যেখানে নাস্তানাবুদ ছিল,
হাজার বিভীষণ এদেশে ছিল নাকি??
ওদেরকে তুমি ভয় পাওনি সেদিন,
যখনতখন ধূলো দিয়েছো চোখে।
বাধ্য হয়েই কি নিজকে লুকালে তুমি?
মসনদী লোভীদের চক্রান্তকে দেখে??
দেশদ্রোহীরও তকমা দিয়েছে কেউ!
স্বার্থ নিয়েই চেয়েছিল স্বাধীনতা।
আপোষহীন সংগ্রামী ছিলে তুমি,
চেয়েছিলে স্বাধীনতায় সম্পূর্ণতা।
সময়ের ঘরে প্রশ্ন শুধুই প্রশ্ন হয়ে থাকে,
হে দেশনায়ক,এ মন তোমাকে ডাকে।
চারিদিকে দেখি, নৈরাজ্য- বিশৃঙ্খলা,
স্বাধীনতাও আজ পড়েছে দুর্বিপাকে।
দেখছি এখন ভারত জোড়ার পণ,
দেশকে ভেঙে দেশকে জোড়ার গান!
স্বপ্ন তোমার শত বোবা কান্নায় ঢাকা,
জেগে ওঠো অবিভক্ত ভারত প্রধান।