কবিতাঃ- হেমন্ত গোধূলি ছুঁয়ে
✍️ মনোজ ভৌমিক
হেমন্ত গোধূলি ছুঁয়ে
নেমে আসে সন্ধ্যা!
ফোটেনা এ আঙিনায়
সে রজনীগন্ধা!!
ক্লান্ত নয়নতারার
হতাশার দৃষ্টি!
কে যে কবে দেখেছিল
হেসেছিল মিষ্টি!!
গন্ধময় ছাতিমের
রূপ নেই শরীরে!
করবি শুকিয়ে গেছে
মন দেবে কাহারে!!
দোপাটির পরিপাটি
কে খোঁজে আজ বল!
শিউলি টগর যেন
হয়ে গেছে নির্বল!!
শুধুই অপরাজিতা
একা একা হাসছে,
কেউ বুঝি আজ তাকে
বেশি ভালোবাসছে!
আমলকী বন জানে
পাতাগুলি খসবে,
কবিতার মন নিয়ে
কে ওখানে আসবে?
সময় হারিয়ে গেলে
কবিতাও আসে না!
তুমি আর আমি ছাড়া
কেউ ভালোবাসে না।