কবিতাঃ- হে যুগ পুরুষ
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ১২/০১/২০২৩
কঠিন আঁধারে নিমজ্জিত মানবতা!
অন্ধত্ব প্রগাঢ়, প্রজন্মের বিহ্বলতা।
তুমি আর আমি এটুকুই সংসার,
বাকি যারা আছে ওরা বলো কে আমার?
ভাবনা আজকে মনুষ্যত্ব বিসর্জন,
নিজকে বাঁচাতে স্বার্থ নিয়ে করি রণ।
সম্পর্কে হৃদ্যতা বিলুপ্ত প্রায় এ ভবে,
আগ্রাসী শত্রুতা দেখছি আজকে সবে।
'ছাড়পত্র' কথা কবির কলমে ঘষা,
ছলনা,চাতুরী সময়ের আজ পেষা!
রাহাজানি দেখি সবার চোখেতে আজ!
অসভ্য হয়েছি সভ্যতা মাথায় তাজ!!
হে যুগ পুরুষ, হও গো তুমি সাকার,
সময় এসেছে নতুন করে ভাবার।
সংকল্প হোক নতুনের অঙ্গীকার,
আগামী পৃথিবী সবার হোক বাঁচার।