কবিতাঃ- হে দেবাদিদেব
✍️ মনোজ ভৌমিক
যে ঈশ্বর অদ্বিতীয় ব্রহ্মাণ্ডের স্রষ্টা,
তারেই করেছি আমি হৃদয়ে প্রতিষ্ঠা।
সকল দেবের পূজ্য যিনি বিশ্বেশ্বর,
তিনিই প্রাণের প্রিয় শ্রেষ্ঠ অধীশ্বর,
মহাযোগী যোগেশ্বর উন্মুক্ত আবাস,
অমৃত পুরুষ যিনি কৈলাসে নিবাস।
নিরাসক্ত প্রভু তিনি বিল্বপত্রে তুষ্ট,
তাহার শ্রীমুখ হেরি এ চিত্ত সন্তুষ্ট।
স্বয়ম্ভু ঈশ্বর তুমি ওহে দিগম্বর,
নীলকণ্ঠ হয়ে প্রভু রক্ষিলে ভূ-চর।
অর্ধনারীশ্বর তুমি হে দেবাদিদেব,
তুমিই আদি অনন্ত কহে সর্বদেব।
তোমার চরণে রাখি সদাই সুমতি,
তুমি মোর ইষ্টদেব অগতির গতি।