কবিতাঃ- হে বিপ্লবী কবি
✍️ মনোজ ভৌমিক

জন্মেই অবাক তুমি দেখে অধীনতা!
মৃত্যু এসে কেড়ে নিল দীপ্ত স্বাধীনতা!!
বিপ্লব ছিল তোমার হৃদয় তন্তুতে,
কলমই অস্ত্র ছিল সময়ের খাতে।
বুভুক্ষু মানুষদের অশান্ত ক্রন্দন,
তোমাকে কাঁদিয়েছিল হৃদয় বন্ধন।
মেহনতী মানুষের জন্য সংগ্রাম,
তোমার কলমে লেখা কবিতার নাম।

স্বাধীনতা চেয়েছিল কলমের কালি,
এ স্বাধীনতা চাওনি দ্বন্দ্ব যেথা খালি।
মসনদী লড়াইয়ে ব্যস্ত কলতান,
গণতন্ত্র তন্ত্র হারা ভোট গায় গান।
স্বপ্ন স্বাধীনতা তাই মৃত্যু ব্যবধান,
জন্ম শুধু চেয়ে গেল স্বাধীনতা প্রাণ।


বিঃদ্রঃ - কবি সুকান্ত (জন্ম১৯২৬শের ১৫ ই আগষ্ট, মৃত্যু ১৯৪৭শের ১৩ই মে)