কবিতাঃ- হে অর্ধনারীশ্বর
✍️ মনোজ ভৌমিক
যতটা দেখেছি আমি পৃথিবীর রূপ
তার থেকে বেশি দেখি সদাই তোমায়
পুরণ হয়না আশা বহিছে সময়
বার বার দেখি শুধু তোমার স্বরূপ!
ব্রহ্মাণ্ড ঈশ্বর তুমি প্রভু ভোলানাথ
মহাযোগী মহেশ্বর গলে বিষধর
পতিত পাবনি শিরে প্রশান্ত অধর
সকল দেবের ইষ্ট তুমি দীননাথ।
বিল্লপত্রে তুষ্ট দেব নিরাসক্ত মন
তোমায় স্মরণ করি প্রভু অনুক্ষণ।
পর্বত শিখরে বাস উন্মুক্ত আবাস
ব্যাঘ্রচর্মে উপবিষ্ট মহা যোগেশ্বর
তুমিই শ্রেষ্ঠ ঈশ্বর আমার বিশ্বাস
সবার মঙ্গল করো অর্ধনারীশ্বর।