কবিতাঃ- হে অনন্ত কালের পদাতিক
✍️ মনোজ ভৌমিক

এখনও হিজল বকুল
খুঁজে ফেরে জলঙ্গীর ঢেউ!
সবুজ দ্বীপের মাঝে
হয়তবা এসেছিল কেউ!!

মালয় সাগর বুকে
অজস্র ঢেউয়ের খেলায়...
বিম্বিসার অশোকের দেশে
হেঁটেছিলে সেদিন অবেলায়!

ক্লান্ত কবিতা পথিক
খুঁজেছিল বনলতা সেন!
দু-দণ্ড শান্তি কি দিয়েছিল
যখন জীবন ছিল সমুদ্র সফেন!!

হালভাঙা নাবিকের মতন
জীবন সায়াহ্নে খুঁজেছিলে তাকে!
উদীয়মান সভ্যতার ভিড়ে
ট্রামের ক্যাচার বোঝেনি তোমাকে!!

প্রত্যাশার অন্ধকার ছুঁয়ে
আজো তুমি জেগে আছো কবি,
হে অনন্ত কালের পদাতিক
কে বলে তুমি শুধু এ সময়ের ছবি!