শিরোনামঃ- হাত
✍️ মনোজ ভৌমিক
হাতের কথা কি বলি ভাই
হাত শরীরের অঙ্গ,
জন্ম থেকে ঐ মৃত্যু অবধি
দেখায় ভীষণ রঙ্গ।
জন্মের পরেই বন্ধ মুষ্টি
বেঁচে ওঠার প্রতিজ্ঞা,
উঁচিয়ে হাত বলছে যেন
সইবো না অবজ্ঞা।
দেহের সাথে বাড়তে থাকে
নরম দুইটি হাত,
সময়ের কেরামতিতেই
বেড়ে ওঠে সংঘাত!
কেউবা ধরে ওই হাতেতে
কলম কিংবা ছুরি,
নেতা মন্ত্রী আমলা হলেই
করেন পুকুর চুরি।
আবার ঐ হাতের দ্বারাই
আকাশে উড়ে ঘুড়ি,
কামার কুমোর মুচির যাদু
নাপিতেও কাটে দাড়ি।
সভ্যতার এই শ্রীবৃদ্ধিতে
কে দিচ্ছে বলো সাথ!
উত্তর সবার চোখে মুখে
বিজ্ঞানের দুই হাত।
মজুর মুটে কুলির হাতে
থাকে সদা মজবুরী,
সময়ের হাতে দেখি আজ
বড় বেশি কারিগরি।
কারুর দুহাতে ভীষণ যাদু
নয় ছয় করে খাতা,
আইফোনেতে আঙুল দিয়ে
খেলছে কেউ যা তা।
রান্নার হাত সুন্দর যার
বিশ্বে তিনিই মহান,
এসো সবে একযোগে গাই
মমতাময়ীর গান।
বিশ্বাসী হাত কোথায় আজ?
বৃথা খোঁজো কেন তাকে??
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
হারালো সময় ফাঁকে!
হাতের মহিমা সেই জানে
আছে যার দুটি হাত,
কেউ ছুঁয়ে নেয় মসনদটা
কারুর বা পক্ষাঘাত।