কবিতাঃ- হারায়ে খুঁজি
✍️ মনোজ ভৌমিক
হিসেব কষছি মনের খাতায়
ভাগফল নয় পূর্ণ,
পেয়েছি যা কিছু এই জীবনে
সবই মনে হয় শূন্য।
ফিরে পেতে চাই অনেক কিছুই
হারানো মিনিট-ঘন্টা,
ইচ্ছে করে খুবই ফিরে দেখতে
আবার সেই জীবনটা।
সময়ের স্রোতে ভেসেছি সদাই
ভাবনার ঘরে 'হায়!'
রুদ্ধশ্বাসে ওদিন দৌড়েছি কতই
হিসেব খুঁজিনি তায়!!
ঘন্টা-মিনিট বড় বেদনার
আজ গোধূলির ক্ষণে,
কেন সেই বেলা প্রতিনিয়তই
বার বার পিছু টানে?
আটপিঠে রোদে জ্বলেছে যৌবন
রব ছিল 'চাই চাই!'
খুঁজে ফিরি আজ সাঁঝ বেলা বসে
সে শৈশব কোথা পাই?