কবিতাঃ- হারাবে না এ শরৎ
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ২৯-০৯-২০২৩
তোমার দু'চোখে শরতের আলো হাসে!
শিশির ছুঁয়েছে মনের সবুজ ঘাসে।
হৃদ সরবরে ফুটেছে শালুক পদ্ম,
শরীর জুড়ে হাজার কবিতা অদ্য।
আগমনী গানে ভাসিও এলোচুল,
সাতনরী হার পরতে কোরো না ভুল।
উড়নচণ্ডী যদি হয়ে উঠে ও মন,
পেঁজাতুলো মেঘে করে নিও আলাপন।
বাজলে বাদ্যি বিবিধ রকম সুরে,
মনের মাধুরী বোঝাবে তুমি কারে!
রাতের শিউলি ঘুমোয় ভোরের বেলা,
হিমেল বাতাসে টগর করবে খেলা!
হাসনাহানুর চোখের তারায় প্রেম,
ছাতিমের বুকে পরকীয়া জ্বলা হেম!
মালতীলতায় কেইবা নেবে গো খোঁজ!!
আমলকীবন সময়ের বড় বোঝ!
তবুও দুলবে কাশের শুভ্র কেশ,
নাইবা ছড়ালে সুগন্ধী সে আবেশ!
রোশনাই আলো উঠবেই দেখো জ্বলে
শুধু একবার নেচো, "জয় মা দুর্গা বলে।"
সময় হারালেও হারাবে না এ শরৎ,
বিভীষিকা আর দুর্যোগ পাতুক না ওৎ!