কবিতাঃ- হামি
✍️ মনোজ ভৌমিক
ভাল্লাগেনা তোমার সনে
তবুও খাচ্ছি হামি,
এই সমাজে আজ যে তুমি
বড়ই বেশি নামি।
নামের থেকেও আরো বেশি
একটা জিনিস দামি,
সেটা যে তোমার প্রতিপত্তি
অহংকারী "আমি! "
হামি তো এখন সর্বত্রই
তাকিয়ে দেখো তুমি,
রাষ্ট্র নেতারা খাচ্ছে কেমন
এর তার গালে হামি!
গিরগিটি ঐ দেশের নেতা
নিজ স্বার্থে খায় হামি,
দল বদলের রাজনীতিতে
ওরাই দেশের স্বামী।
সম্পর্কের মধ্যেও আজ
রয়েছে অনেক খামি,
স্বার্থ নিয়েই খায় যে হামি
ফুরোলেই বদনামী!
বিবর্তিত সময় হামিতে
সবাই ভীষণ সুখী,
মিছেই কেন চোখ পাকিয়ে
হও তুমি মনদুখী!
এ হামি তো সেই হামি নয়
প্রতারণার খেলা,
তুমি আমি সবাই এখন
খেলছি আজ দু’বেলা।