কবিতাঃ- গুরু প্রণাম
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ১৩/০৭/২০২২
গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু,
গুরুদেব মহেশ্বর,
গুরুর গুরু এই তিন গুরু
সর্বাগ্রে প্রণাম কর।
পিতা ও মাতা পরম গুরু
সদাই দিও সম্মান,
শিক্ষাগুরু জ্ঞানের আধার
দিও অধিক মান।
ধর্মগুরু বলতে ভুবনে
একটা গুরুই জেনো,
মানবতা যার শ্রেষ্ঠ ধর্ম
তাকে ধর্মগুরু মেনো।
কর্ম হ'লো মহান গুরু
ঈশ্বর থাকেন মগ্ন,
কর্ম বিমুখ যে জন আজ
তার অবস্থা জঘন্য।
সকল গুরুপদে জানাই
অসীম শ্রদ্ধা ও ভক্তি,
গুরু বিনা এই জীবনে
নেই তো বাঁচার শক্তি।