কবিতাঃ- গ্রহণ
✍️ মনোজ ভৌমিক
গ্রহণ আজ এ পৃথিবীর প্রতিটি কোণে,
কি করে বোঝাই এই গ্রহণ কথার মানে!
জ্বলে পুড়ে রাখ হয়েছে মনুষ্যত্ব মানবতা,
জীবিত রয়েছে আজও আদিম প্রবণতা!
গ্রহণ লেগেছিল সেদিন পাহাড় মন্দারে!
দেবাসুরের হাতিয়ার ও সমুদ্র নীল নীরে!!
লক্ষ্মী উঠেছিল,উঠেছিল অমৃত কলস,
আগ্রাসী উগ্র নেশায় সময় ছিল বিবস
কপট হিংসায় ছিল গোপন অভিপ্রায়,
উদ্ভুত বিষক্রিয়ায় ঈশ্বরও মৃতপ্রায়!
রাহুর প্রকোপে চাঁদও পড়েছিলাম ফাঁদে!
কোজাগরী রাত তাই গ্রহণ ছুঁয়েই কাঁদে!!
ধর্মে গ্রহণ লাগেতে শুনেছে কে বলো কবে!
জাতের নামে তাই আজও বজ্জাতিই হবে।
গ্রহণ আজকে সমাজের সর্বত্রই দেখি,
মৃত সম্পর্কের চিৎকার শুনতে থাকি!
সময় গ্রহণে আজ হাহাকার চারিদিকে,
হতাশার ছায়া ওই আমজনতার মুখে!
যুদ্ধ যেন আজ প্রতি রাষ্ট্রেরই বড় খেলা!
অ-সভ্য মানসিকতা এখানেই খায় দোলা!!
ওই চাঁদেতে গ্রহণ নতুন কথা তো নয়!
দিকে দিকে দেখি সৎ ভাবনার অপচয়।