কবিতাঃ- গণিত
✍️ মনোজ ভৌমিক

যোগ বিয়োগ গুণ ও ভাগ
এদের নিয়েই গণিত শাস্ত্র,
জ্যামিতি আর এলজেবরা
জ্ঞান বিজ্ঞানের বড় অস্ত্র।

সময় যতই এগিয়ে যাক
ক্যাড অথবা ওই কোডে
যোগ বিয়োগ গুণ ভাগও
নেপথ্যে চলে একই রোডে।

সত্যি কথা বলতে কি ভাই
ওরা ছাড়া এ জীবন বৃথা,
ওদের মাঝে লুকিয়ে আছে
এই জীবনের রূপকথা।

জীবন শুরুর প্রথম ভাগে
যোগে যোগে হই একাকার,
কৈশোর আর তারুণ্য এলে
সময়টা বিয়োগ করার।

যৌবন কালে আবার যোগ
গুণ করতে মন পিয়াসা,
প্রৌঢ়ত্ব বড় কঠিন সময়,
যোগ বিয়োগের হিসেব কষা।

ভাগের ঘরে বার্ধক্য কাঁদে
শোনে শূন্য খাতার আর্তনাদ,
জীবনের প্রতি অধ্যায় অঙ্কে
গণিত শাস্ত্র যায় না বাদ।