কবিতাঃ- গোলাপ গোলাপই রবে
✍️ মনোজ ভৌমিক
গোলাপের রঙ নিয়ে কত শত খেলা হয়,
গোলাপ কি বোঝে তার এত আছে পরিচয়!
অবোধ গোলাপ ফোটে কেড়ে নেয় প্রেমী মন,
বাকি যত ফুল ফোটে শোভে তারা শুধু বন।
প্রকৃতির খেলাঘরে গোলাপ কি একা ফুল?
বাকি যারা ফুটে ওঠে বলো বিধাতার কোন ভুল!
ভাবনা বুকেতে নিয়ে সৌরভ ছড়ায় ওরা,
কারো আসে সূসময়,কারুর নীরবে মরা!
পৃথিবীর খেলাঘরে দেখি মানুষেরও একই রীতি,
সুন্দরে সবাই পূজে, আর অসুন্দরের ঘৃণাই সাথী।
আদি হতে অন্ত জানি বয়ে যাবে এই একই ধারা,
গোলাপ গোলাপই রবে,শুধু কেঁদে যাবে নয়নতারা।