কবিতাঃ- ঘুমিয়ে নাও আরো... ১৪৫১তম
✍️ মনোজ ভৌমিক
যতটা ঘুমোতে চাও... ঘুমিয়ে নাও আরো...
একদিন ঐ দু'চোখে থাকবে না ঘুম কারো
স্বপ্নের এই পৃথিবী একদিন হয়ে যাবে মরুভূমি!
তখন আঙুল তুলে প্রশ্ন কোরো,তুমি! তুমি!! তুমি!!!
মেসোপটেমিয়া,সিন্ধু, গ্রীক, রোমান,পারাস্য,
ওরাও একদিন জেগেছিল,দাপিয়ে ছিল এ বিশ্ব।
তারপর অঘোরে ঘুমিয়ে গেছে কালের গহ্বরে,
পৃথিবী সয়না পাপ, শুধু উত্তাপ! বুঝবে অচিরে।
বারুদের গন্ধ শুঁকে শুঁকে আজ বিলুপ্তপ্রায় বৃষ্টি মেঘ!
রসায়নের উন্মাদনায় হারিয়েছে শরীরের গতিবেগ।
বিষাণু বাতাস এসে মহামারী ছড়ায় কত শত দেশে,
তুমি আর আমি তবু সুখ খুঁজি জীবনকে ভালোবেসে।
অ-সুখ সবার শরীর জুড়ে,দিনরাত মিছেই সুখ খোঁজা,
বুঝবে কিছু বর্ষ পরে,জীবনটাই হয়েছে ভারবোঝা।
হরপ্পা মহেঞ্জদারোর মত হারিয়ে যাবে ভূগর্ভের আঁধারে,
ভূকম্পন কিংবা সুনামি এসে ডুবিয়ে দেবে এ সভ্য নগরে!
ইতিহাস খুঁজবে যখন,কোথায় হারালো সেই ভুবন!
অন্য কোনো জীবে হয়তো বিবর্তিত হবে তুমি তখন!!