কবিতাঃ- ঘুঘূ
✍️ মনোজ ভৌমিক
ক'দিন ধরে রোজ সকালে
দেখছি ঘুঘু দু'টো,
কার্নিশময় করছে জমা
কতনা খড়কুটো!
তাইনা দেখে গিন্নী বলেন,
হায়! হায়! সর্বনাশ!!
এবার বুঝি ঘরে আমার
ঘুঘুরা করবে বাস!
এইনা বলেই ডান্ডা নিয়ে
ছুটলো বারান্দাময়,
কার্নিশে বসা ঐ ঘুঘুদের
লাগলো ভীষণ ভয়।
দারুণ হেসে গিন্নীরে বলি,
করছো কি মেরে জান?
বিশ্বময় চরেছিল কি ঘুঘু?
কেন গেল এত প্রাণ??
হকচকিয়ে গিন্নী বলেন,
থামো হে তুমি থামো,
রাখো হে তোমার আদিখ্যেতা
ভীমরতি আর ব্যামো!
পূর্ব পুরুষের বচন গুলো
একটু পরখ করো,
নইলে মিছে নিজের পায়ে
কুরিলি মেরেই মরো।
এমনতর হীন ভাবনা
তোমার মনেতে কেন?
বাস্তু ঘুঘু আজ সর্বত্রই
ভুলে যেওনা যেন।
সুযোগ বুঝেই কোপ মারে
ভিটে মাটি করে চাঁটি,
এরাই হলো সময়ের ঘুঘু
মারবে কি তুমি লাঠি?
ভাবনাটায় লাগাম দাও
ওরা যে বনের পাখি,
প্রয়োজনের তাগিদে ঘোরে
দেয়না কারেও ফাঁকি।