কবিতাঃ- ঘুচাও দীনতা দেবী
✍️ মনোজ ভৌমিক
পূণ্য প্রভাত কিরণ হেরো ধরা 'পরে,
অশান্ত শৈত্য প্রবাহ প্রস্থান প্রহরে।
অপরূপ বৃক্ষরাজী পল্লবে শোভিত,
মঞ্জরিত অম্র কুঞ্জে ডাকে পরাভূত।
বসন্ত পঞ্চমী তিথি পুলকিত মন,
পুষ্পিত কাননে বহে দখিনা পবন।
চারিদিক প্রফুল্লিত উল্লাস বিহারে,
বাগদেবী বীণাপাণি সবাকার ঘরে।
শিক্ষা আজ অ-শিক্ষার বড় হাতিয়ার!
সমাজের রন্ধ্রে রন্ধ্রে কঠিন বিকার!!
কপট হিংসা আর চলে রাহাজানি,
শাসক শোষক হয়ে করে মনমানী।
প্রতিবাদী ভাষা হারা বুদ্ধিজীবী মুখ,
দীনতা ঘুচাও দেবী ফেরাও সে সুখ।