কবিতাঃ- ঘোষের ছেলের বায়না
✍️ মনোজ ভৌমিক
ঘোষের ছেলে বায়না ধরে
দেখবে সে আজ জুঁ,
অনেক রকম দেখবে পাখি
উড়বে ফুড়ুৎ ফুঁ!
দেখবে হাতি,দেখবে বাঘ,
বনের রাজা সিংহ,
আজব গজব পশুপাখি
দেখবে বরফি পিঙ্গ।
বাঁদর কত দুলবে গাছে
ভালুক কাঁপবে জ্বরে,
চিতাবাঘ খাঁচার ভিতর
ছুটবে দারুণ জোরে!
জিরাফ কেমন উঁচিয়ে গলা
ছিঁড়বে গাছের পাতা!
হরিণ গুলো শিং উঠিয়ে
ছুটবে কি যেথা সেথা!!
কুমির ভায়া রোদ পোহাবে
কেমন করে ডাঙায়!
জলহস্তীর নতুন খেলা
দেখতে হবে আমায়।
কল্পনা তার দুই চোখেতে
হাততালি দেয় নেচে,
শিশু মনের ওই ভাবনায়
ভুবন থাকুক বেঁচে।