কবিতাঃ- ফুল কথা
✍️ মনোজ ভৌমিক
লাল ফুলেতে খুঁজছে ভালোবাসা!
নীল ফুলেতে তনুমন উচাটন!!
হলুদ গাঁদায় মেটে না মনের আশা!
উজান ভাটায় ঘোরে যখনতখন!!
বাহারি ফুলে জেগে ওঠে পরকীয়া!
আলাপে প্রলাপে ভ্রমর ভ্রমরী মন।
জ্বলে পুড়ে যায় যুথিকা বনের হিয়া,
বসন্ত বর্ষা আজ যে বড়ই আপন!
ভেজা বুনো ফুলে মাদকতা মধুময়!
দুষ্টু ভ্রমর চুমু খায় শুধু রেণু!!
পরাগ মিলন বড়ই যে তৃপ্তিময়,
হৃদয় বীণায় খেলা করে কামধেনু!
ফুল কি শুধুই সময়ের উপযোগী!
রং রূপ আর গন্ধেই ভরাবে মন!!
চিরদিন কি ওরা থাকবে উপভোগী!
প্রতারণা নিয়ে কাটবে কেন জীবন!!