কবিতাঃ- ফ্রী
✍️ মনোজ ভৌমিক
এ দেশকে বলো কে তেমন ভালোবাসে?
তেমনি স্বজন কে আর জন্মে আসে??
ভাবনা নিয়েই আজ খাচ্ছি লুটোপুটি,
মনের মাঝেই শিবের গাজন ভাঁটি।
আখের গোছাতে ব্যস্ত রাঘব বোয়াল,
তোমার আমার দেখছি তেমনি খেয়াল।
ফ্রী'র মালটাই খুঁজছি দিনে রাতে,
'ভান্ডার'গুলো জমা হোক ব্যঙ্ক খাতে।
বাঁচলে গদি তোমারও পোয়া বারো,
ফ্রী'র মালেতে বাড় বাড়ন্ত আরো।
এক দু টাকায় ভরবে অনেক চাল,
ভান্ডার গুলোয় ফুলবে নরম গাল!
বুঝবে সবাই কয়েক বছর পরে,
শ্রীলঙ্কা আর পাকিস্তান এলে ঘরে।
শত ঋণের বোঝা বাড়ছে দিন দিনে,
মসনদী খেলায় ফ্রী'টাকে নাও চিনে।
দুটি আঁখি খুলে সোচ্চার হও আজ,
'চাইনা ফ্রী।' উঠুক এই আওয়াজ।
ইনক্লাব হোক, কাজ চাই, শুধু কাজ।
ফ্রী নিতে নিতে বড়ই লাগছে লাজ।
নেতা,মন্ত্রী আমলাও যদি দেয় সাড়া,
সিঙ্গাপুর হবে কোনো অজুহাত ছাড়া।
সময়ের সাথে ভাবনা গিয়েছে মরে,
বিবেক হারিয়ে ফ্রী চাই সবার ঘরে।