কবিতাঃ- ফারাক তুমি খুঁজবেই(১৫০০তম)
✍️মনোজ ভৌমিক
এখনো 'আমি আমি'ই আছি কিন্তু সেই তুমি আর "আমি"নেই!
অথচ এই আমি "আমি " হতে চাইনি কোনোদিনই..
তবে কী জানো,এই 'আমি' আর ঐ "আমি"র মধ্যে ফারাক থাকবেই।
আমি জানি ঐ ''আমি''দের দাপট ও প্রাধান্য চিরকালেরই!
তবুও এই সময় বৃত্তে 'আমি' থেকে "তুমি" হতে দেরি কই!!
যখনই ওই "আমি" "তুমি" হয়ে যাবে,আঙুল তো উঠবেই!
তাই যতবারই "আমি" হতে চেয়েছি,বিবেক পিছু টেনেছেই!!
তাই আজও এই আমি আর "আমি" হতে পারলাম কই!
শুধু "তুমি" হয়ে রয়ে গেলাম বৃত্তের এই পরিসরেই..
জীবন অতিবাহিত হচ্ছে "আমি"দের তোষামোদতেই!
"আমি" হতে গেলে অর্থ,প্রতিপত্তি,সাত্তার দরকার আছেই...
তবেই আমিত্বের মিথ্যাচার,দুরাচার প্রাধান্য তো পাবেই!
শাসন,অনুশাসন,প্রশাসন সব একাকার হয়ে যাবেই...
তাই আজ 'আমি' আর "আ,.মি"র মধ্যে ফারাক তুমি খুঁজবেই....