কবিতাঃ- এটাই ওদের মূল দাবী
✍️ মনোজ ভৌমিক
ধর্ম দেখিনা ধর্মতলায়!
নীরব রয়েছে প্রশাসন!!
দাবী দেহের খুলছে কাপড়
শাসক দলের দুঃশাসন!
খেলুক যত কপট খেলা
অনড় থাকবে অনশন।
ভেঙেই ওরা ক্ষান্ত হবে
সুলতানার কঠিন মন।
পোক্ত কলম আজকে দেখি
চটির নীচে ঘুমোয় বেশ!
প্রতিবাদী সব অস্ত্র শব্দ
মোসাহেবিতে দেখছি শেষ!
দাবী গুলি নয়তো কঠিন
অনায়াসেই মেটানো যায়,
সুপ্রিমকোর্ট নড়লে পরে
ত্বরিত হবে বিচার রায়।
স্বচ্ছতা শুধু চেয়েছে ওরা
মজবুত হোক ড্রিগ্রীটাই,
শুশ্রূষা যদি সঠিক হয়
ঈশ্বর হবে তবে ওরাই।
থ্রেড কালচার নিপাত যাক
অনশন জুড়ে ওই ছবি,
বিচার চাই তিলোত্তমার
এটাই ওদের মূল দাবী।