কবিতাঃ- এসো নতুন ভাবনা নিয়ে
✍️ মনোজ ভৌমিক
ক্যালেন্ডারটা বদলে গেলে
বদলায় কি ঐ পুরাতন!
ভাবনা কিন্তু সেই তথৈবচ
কবে হবে ওর বিবর্তন!!
এসো নতুন ভাবনা নিয়ে
শুরু করি আজ ভালো কিছু,
পুরানো ভ্রান্তি শুধরে নিয়ে
চলি একতার পিছু পিছু।
ভাবনা হোক নব চেতনার
জাগ্রত হোক মানবতা,
মহামিলনের শুনবো গান
ধর্ম যে যার আপন কথা।
সভ্যতার শিখরে চড়েছি
দেখেছি কি সূর্যের আলো?
বিভেদ কি আছে ঐ আলোতে??
একবার ওকে ছুঁয়ে বলো।
বিবর্তনে হয়েছি মানুষ
উড়িয়ে ফানুস আজ শ্রেষ্ঠ,
তুমি আর আমি ধর্ম দ্বন্দ্বে
ছড়িয়ে যাই মনের বিষ্ঠ।
নতুন শুধু ঐ দিনটা নয়
ক্যালেন্ডার ছোঁয়া ঐ বছর,
বারুদ,বিষাণু,দ্বেষ ভুলে
পৃথিবী হোক শান্ত বাসর।