কবিতাঃ-এসো হে মাখনচোর
✍️ মনোজ ভৌমিক
তোমার স্বরূপ জানে অনন্ত ব্রহ্মাণ্ড,
সৃষ্টির পালন কর্মে ঈশ্বর প্রকান্ড।
অপূর্ব শ্রীমুখ তব কমল লোচন,
আজানুলম্বিত বাহু বড় সুদর্শন!
নাভীমূল হতে সৃষ্ট ব্রহ্মা পদ্মযোনী,
সৃষ্টির অসীম তত্ব জানেন শ্রীজ্ঞানী।
দেব,ঋষি,জীবকূলে পূজে সর্বজন,
তোমা বিনা নিঃস্ব জানি,সমগ্র ভুবন।
দুষ্টের দমন হেতু মর্তে অবতার,
শ্রীকৃষ্ণ স্বরূপ তব মহান সবার।
ঐশ্বরিক প্রেম গাঁথা বিশ্বে সমাদৃত,
ঐ মহাভারত কাব্য তোমাতে নিহিত।
এসো হে মাখনচোর গীতার স্রষ্টা,
সময় হয়েছে আজ বড় দিকভ্রষ্টা।