কবিতাঃ- এসো, এসো প্রভু
✍️ মনোজ ভৌমিক
ওখানে এখনো বেঁচে আছো কি সনাতন?
নইলে আর একবার জন্ম নাও হে নুতন।
ভাগীরথী পদ্মায় সেই সুখ নেই যে এখন!
কোথাও চোরাবালি, কোথাও ভাঙন সর্বক্ষণ!!
যদিও গঙ্গাই উৎস...মনে রাখার নেই প্রয়োজন!
পারো যদি আর একবার জন্ম নাও দেব সনাতন।
"প্রেম বিনে গতি নাই আর " বলবে কে কখন!
যবন হরিদাস হয়ে ঐ গান গাইবে যখন।
জগাই মাধাইয়ের আজও বড় বিচলিত মন!
কপট হিংসায় দেখো নাচে ওরা যখনতখন!!
মানব প্রেমের গান শোনাবে বলো কোন জন?
এসো, এসো প্রভু, জন্ম নাও বৈষ্ণব প্রিয়জন।