কবিতাঃ- এসো একত্রে গ্রহণ করি
✍️ মনোজ ভৌমিক
হাজার স্বপ্ন চোখের পাতায়
হৃদয়ে নানান গাঁথা,
অমৃত উৎসব ছুঁয়ে নিলো
আমাদের স্বাধীনতা।
বিশ্ব জুড়ে একটাই নাম
মহান ভারতবর্ষ,
জন্ম আমার এই দেশেতে
প্রাণে মনে জাগে হর্ষ।
কতনা ধর্ম! বিবিধ ভাষা!!
জাতপাত আর বর্ণ!!!
"বিবিধের মাঝে ঐক্য মহান"
যুগটা এখানে স্বর্ণ।
সময়ের স্রোতে বেশ কিছুটা
বদলেছে ভাবধারা,
মানবতায় ঘাটতি এসেছে
কমে গেছে ভাইচারা।
বিভেদের গণ্ডী পার করে
জাগুক প্রকৃত শিক্ষা,
এসো একত্রে গ্রহণ করি
সনাতনী সেই দিক্ষা।