কবিতাঃ- এসো একসাথে বাঁচি
✍️ মনোজ ভৌমিক
হাসতে সবাই ভুলে গেছি
সময়ের মায়াজালে,
খেলছি আজ কঠিন খেলা
একে অপরকে ছলে!
সু-সময় হারিয়ে ফেলেছি
প্রতিযোগিতার দ্বন্দ্বে,
অসুখ নিয়ে বাঁচি সবাই
আজকে পরমানন্দে!
নিত্যদিনের দুঃখ কথা
দ্বিধা দ্বন্দ্ব থাক অল্প,
কাটুক নাহয় হেসে খেলে
শেষে তো সবই গল্প।
ওই গল্প থাকে কল্পলোকে
সময়েই থাকি 'আমি!'
বুঝতে চাইনা এ জীবনে
হাসিটুকু কত দামি!!
বুঝেও সবাই অবুঝ আজ
ভাবনা থাকে "আমার!"
বুঝিনা কেউ সার কথাটি
সঙ্গে নয় কিছু যাবার।
স্বার্থ দ্বন্দ্ব সব মিথ্যে খেলা
অজুহাতি অনুসূচী,
এক চিলতে সুখকে নিয়ে
এসো একসাথে বাঁচি।