কবিতাঃ- ইনাম
✍️ মনোজ ভৌমিক
দুঃশাসনী এক প্রশাসন
ধার্য করলেন বীর্য দাম!
ধর্ষিতা হয়ে মৃত্যু হলেই
দশেক লক্ষ পাবে ইনাম!!
ইনাম পাবে ঐ পরিবার
ডাক্তার যদি দেন প্রমাণ,
দেহে বীর্যের ওজন ছিল
হিসেব মত দেড়শ গ্রাম!
ভক্তজন সব শক্ত হয়ে
আনুগত্যে জী হুঁজুর,
বুদ্ধিজীবীরা লুকিয়ে মুখ
খাচ্ছেন বসে দুধ খেজুর!
মহারাজাই জনসম্মুখে
বললেন এ এক ইনসিডেন্ট!
ক্রিকেট ছাড়া ঐ মহাশয়
হবেনই দলীয় প্রেসিডেন্ট!!
দেশ বিদেশ দেখছে চেয়ে
কৃষ্টি ছাড়া এই সৃষ্টিটায়!
রাত দখলের ঐ রাতেতে
হিংসা, ধর্ষণ বন্ধ নয়!!
দেশের রাজা মুখে কুলুপ
"বেটী পড়াও,বেটী বাঁচাও!"
লোপাট প্রমাণে সি বি আই
করুক না হয় কেস খিঁচাও।
আমজনতা এবার ভাবো
কোন দেশেতে করছো বাস?
পরিযায়ী শ্রমিক যারাই
লজ্জা বিনত জিন্দা লাশ।
রাখিটা আজ থাকনা বাকী
রবিঠাকুর নেই তো আজ!
হাতের 'পরে বাঁধলে রাখি
লাগবে নাকি তোমার লাজ!!