কবিতাঃ- এমনিই থাক
✍️ মনোজ ভৌমিক
তোমার মনের সব জানালাই
আজকে ভীষণ খোলা,
কোন জানালায় মুক্ত বাতাস
যায় না তো তা বলা।
বাতাস শুধুই আসে আর যায়
নিত্যদিনেরই খেলা,
রূপটা যে ওর বোঝাই কঠিন
অনুভূতি দিলখোলা।
মনটা তোমার এমনিই থাক
হোক না সাঁঝের বেলা,
হাতের মুঠোর এ জীবনটায়
হাসি থাক সারাবেলা।
জানালা দিয়ে যেন না ঢোকে
দূষিত কোনো হাওয়া,
নইলেপরে শেষের বেলায়
প্রশ্ন রেখেই যাওয়া।