কবিতাঃ- এমনি করেই হেসো তুমি
✍️ মনোজ ভৌমিক
প্রেম ভালোবাসা যেন আজ
সময়ের অভিনয়,
তুমি কিন্তু এই সময়ের
ব্যতিক্রমী পরিচয়।
মনের মধ্যে পুষে রেখেছো
আন্তরিক ভালোবাসা,
শত যন্ত্রণায় ক্ষয়িষ্ণু নয়
তোমার চোখের ভাষা।
লাবণ্যময়ী দ্যুতি ছড়িয়ে
আজো তুমি অনুপমা,
শরীর মনে অদ্ভুত প্রেম
হৃদয়ে সাজানো ক্ষমা।
চির লাস্যময়ী হয়ে থেকো
আমার ভুবন মাঝে,
তোমার প্রতিটি জন্মদিন
থাকবে অরূপ সাজে।
এমনি করেই হেসো তুমি
জীবনের প্রতিক্ষণে,
সকল দুঃখ লুকিয়ে রেখে
একান্তে আনমনে।
বিঃদ্রঃ- শুভ জন্মদিন প্রিয়